মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ মো: মামুন সরদার (৩৮) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রসিদ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম মোস্তফা প্যাদা'র বাড়ির সামনে থেকে ১১পিছ ইয়াবাসহ মামুনকে আটক করেছে। দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, "এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।"