মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলায় ১ হাজার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষ পেল ঈদ খাদ্য সামগ্রী। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি তৈল,১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট দুধ প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বরে প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন (বাবু) এ আয়োজন করেন।
ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেকটা উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো। এ সময় দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মো. এছহাক আলী সরদার, দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।