মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি’র কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মাল্টা আ’লীগের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাওসার আমিন হাওলাদার।
রবিবার(২৮ জানুয়ারি) বেলা ১১ টায় দুমকী উপজেলা পরিষদ মাঠে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ হাওলাদারের উপস্থিতিতে কম্বল বিতরণ করেন এবিএম রুহুল আমীন হাওলাদার। অপর দিকে বিকেল সাড়ে ৩ টায় সরকারি জনতা কলেজ মাঠে আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাওলাদার ফাউন্ডেশনের সভাপতি মো: শাহআলম মাস্টার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খান, সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক মো: সহিদুল ইসলামের উপস্থিতিতে ৬ হাজার কম্বল বিতরণ করেন মো: কাওসার আমিন হাওলাদার।