দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫টা-রাত ৮টা পর্যন্ত উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঙ্গাশিয়ার সাবেক ইউপি সদস্য মো: গোলাম সরোয়ার মান্নান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মজিবুর রহমান মাষ্টার, মো: ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন এবং সহ-প্রচার সম্পাদক আনিসুজ্জামান সোহাগ।
পাঙ্গাশিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো: সিদ্দিকুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এড. মো: জাহাঙ্গীর সিকদার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার, পাঙ্গাশিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলমগীর সিকদার প্রমূখ।
সভা শেষে শাহজাহান সিকদারের সমর্থনে দু’শতাধিক মোটরসাইকেলে ৫ শতাধিক ভোটার ও কর্মী সমর্থকের অংশগ্রহনে পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া, শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকায় শোডাউন দিয়ে নির্বাচনী প্রচারাভিযান চালানো হয়।