মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।
শনিবার সকাল ৯ টায় দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রচন্ড রোদে দাঁড়িয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
ধর্মপ্রাণ মুসলিমদের আয়োজনে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তীব্র তাপদাহ থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করেন।
নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন দশমিনা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রেজাউল করিম। এ সময় নামাজ পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন চরহোসনাবাদ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির ও নলখোলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেন।
দশমিনা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, “দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ ও দোয়ার আয়োজন করা হয়েছে।”