রিপন মালী, বরগুনাঃ বরগুনার তালতলীতে জমি-জমা সংক্রান্ত বিষয়ে বন্টন মামলার বাদীকে জমি থেকে সরে যাওয়ার জন্য হুশিয়ারী দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে সাধারণ মানুষসহ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি সহ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধিক অনিয়ম আর দূর্নীতির অভিযোগ রয়েছে কোনো এক সময়ের আতংকিত প্রভাবশালী যুবলীগ নেতা মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে জানা গেছে, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের আ. মান্নান ২০০৯ সালে ছোটবগী ঠংপাড়া মৌজার ২৮ নং খতিয়ানে ১.৭৮ শতাংশ জমি পাবে দাবী করে তার মামা আলী আজিম ওরফে আলী আজম গংদের বিবাদী করে বন্টন মামলা দায়ের করে। এ মামলা চলাকালীন সময়ে আলী আজিম ওরফে আলী আজম জমির ওয়ারিশদেরকে গোপন করে তালতলী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর কাছে বিক্রি করেন। বর্তমানে এ বন্টন মামলার বাদীকে উক্ত জমিতে প্রবেশ না করার জন্য হুমকি প্রদান করেন মিন্টু। এবং ওই জমি সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু গায়ের জোরে দখল করে চাষাবাদ করে আসছেন। কয়েক দিন আগে কাঁচা ধান কেটে এটি ঘর তুলেন মিন্টুর লোকজন।
এ বিষয়ে মামালার বাদী আ. মান্নান বলেন, ওয়ারিশ হিসেবে এই জমির অংশীদার আমি। আমার বসবাসের জন্য ঘর উঠানোর সময় সাবেক চেয়ারম্যান মিন্টু হাওলাদার তার লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিয়ে ঘর তুলতে বাধা দেয়। পরে আমি কৌশল করে ঘর তুলি। মিন্টু হাওলাদার আমারে তার অফিসে ডেকে নিয়ে ঘর দুয়ার নিয়ে চলে যেতে বলে। তিনি আরো বলেন, মিন্টু আমাকে হুমকি দিয়ে বলেন জমি আমার আমি চাইলে দশ মিনিটও ওই জমিতে থাকতে পারো। আমি গিয়ে নামিয়ে দিলে কে ঠেকাবে। যেকোনো সময় তার লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিয়ে আমার ঘর দুয়ার ভেঙে দিবে। তাই আমি প্রতিটি রাত বউ বাচ্চা নিয়ে আতঙ্কে থাকি।
এ বিষয়ে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি।