1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ফি*লি*স্তিনে ই*সরা*ইল কর্তৃক গ*ণহ*ত্যার প্রতি*বাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বি*ক্ষো*ভ বরগুনায় দীর্ঘ ২১ বছর পরে প্রেমের টানে ছুটে আসা ডেনিশ নারীর পূর্ণতা দিল প্রেমিক মান্নু ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন সাংবাদিককে হুমকির প্রতিবাদে বাউফলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু; ১ম দিনে ৫১৩ জন অনুপস্থিত ; বহিষ্কার-১ বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে সং*ঘ*র্ষ; আ*হ*ত -১০ ঈগল-৫ লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যাওয়া বাউফলের যাত্রীর লা*শ উদ্ধার পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন শিক্ষক বাবা, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু পটুয়াখালীতে ৭৫ পিছ ই*য়া*বাসহ এক মা*দক ব্যবসায়ী গ্রে*ফতা*র পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন

তালতলীতে দিনমজুরের জমি দখল করলেন আওয়ামী লীগ নেতা

রিপন মালী, বরগুনাঃ
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

রিপন মালী, বরগুনাঃ বরগুনার তালতলীতে জমি-জমা সংক্রান্ত বিষয়ে বন্টন মামলার বাদীকে জমি থেকে সরে যাওয়ার জন্য হুশিয়ারী দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে সাধারণ মানুষসহ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি সহ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধিক অনিয়ম আর দূর্নীতির অভিযোগ রয়েছে কোনো এক সময়ের আতংকিত প্রভাবশালী যুবলীগ নেতা মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে।

সরেজমিন গিয়ে জানা গেছে, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের আ. মান্নান ২০০৯ সালে ছোটবগী ঠংপাড়া মৌজার ২৮ নং খতিয়ানে ১.৭৮ শতাংশ জমি পাবে দাবী করে তার মামা আলী আজিম ওরফে আলী আজম গংদের বিবাদী করে বন্টন মামলা দায়ের করে। এ মামলা চলাকালীন সময়ে আলী আজিম ওরফে আলী আজম জমির ওয়ারিশদেরকে গোপন করে তালতলী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর কাছে বিক্রি করেন। বর্তমানে এ বন্টন মামলার বাদীকে উক্ত জমিতে প্রবেশ না করার জন্য হুমকি প্রদান করেন মিন্টু। এবং ওই জমি সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু গায়ের জোরে দখল করে চাষাবাদ করে আসছেন। কয়েক দিন আগে কাঁচা ধান কেটে এটি ঘর তুলেন মিন্টুর লোকজন।

এ বিষয়ে মামালার বাদী আ. মান্নান বলেন, ওয়ারিশ হিসেবে এই জমির অংশীদার আমি। আমার বসবাসের জন্য ঘর উঠানোর সময় সাবেক চেয়ারম্যান মিন্টু হাওলাদার তার লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিয়ে ঘর তুলতে বাধা দেয়। পরে আমি কৌশল করে ঘর তুলি। মিন্টু হাওলাদার আমারে তার অফিসে ডেকে নিয়ে ঘর দুয়ার নিয়ে চলে যেতে বলে। তিনি আরো বলেন, মিন্টু আমাকে হুমকি দিয়ে বলেন জমি আমার আমি চাইলে দশ মিনিটও ওই জমিতে থাকতে পারো। আমি গিয়ে নামিয়ে দিলে কে ঠেকাবে। যেকোনো সময় তার লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিয়ে আমার ঘর দুয়ার ভেঙে দিবে। তাই আমি প্রতিটি রাত বউ বাচ্চা নিয়ে আতঙ্কে থাকি।

এ বিষয়ে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট