এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাউফলে সদর ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলিপুরা নামক প্যাদা বাড়ি চৌরাস্থা বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। প্রথমে এক আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ও দোকানে দোকানে গিয়ে এ লিফলেট বিতরন করা হয়।
এসময় মনির হোসেন রাজা বলেন, প্রথমেই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন এবং দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ সরকার এ দেশকে ধ্বংস করে করে গেছেন। কিন্তু আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হাওলাদার, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জলিলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহিন মোল্লা, সদর ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ কাওছার হাওলাদার, ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আলী হোসেন প্যাদা, বাউফল সরকারি কলেজের ছাত্রদল নেতা মোঃ সম্রাট হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।