জালাল আহমেদ, পটুয়াখালীঃ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে এক ভাষনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই পটুয়াখালীতে আওয়ামী লীগের আয়োজনে এক আনন্দ মিছিল বের হয়। পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান এবং সাবেক অধ্যক্ষ সৈয়দ বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ঘোষিত তফসিল মোতাবেক ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, ১-৪ ডিসেম্বর যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ঠিক করা হয়। ৩০০ আসনেই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনায় সিইসি কাজী হাবিবুল আউয়াল উল্লেখ করেন।