জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর মানুষের সাহায্যে ত্রান নিয়ে ছুটে আসেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড. এসএমএ জাফর বাদশা এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম। এ টিম গত ১ ও ২ জুন শনি ও রবিবার দুইদিন দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা সমূহের ক্ষতিগ্রস্থ মানুষের ত্রানের জন্য নগদ ১ লাখ টাকা করে ৬ লাখ টাকা উপজেলা সমূহের নির্বাহী অফিসারদের কাছে হস্তান্তর করে। এ ত্রান টিমের নেতৃবৃন্দ রবিবার রাত সাড়ে ৯ টায় জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবে আসেন এবং তাদের ত্রান বিতরন কর্মসূচী সম্পর্কে উপস্থিত সাংবাদিকদেরকে অবহিত করেন সমিতির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড.এস.এম.এ জাফর বাদশা। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য সাবেক জজ মো. আব্দুর রব, মো. আবু বকর সিদ্দিক ও ইঞ্জিঃ আঃ রব।
তারা জানান, ৩১ মে পটুয়াখালী জেলা সমিতি ঢাকার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠান স্থগিত রেখে সমিতির নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিয়ে কালক্ষেপন না করে ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থদের সাহায্যে আমরা ছুটে আসি। ৩ জুন কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থদের জন্য ইউএনও মহোদয়ের কাছে ত্রানের নগদ ২ লাখ টাকা হস্তান্তর করা হবে। এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে ত্রান বিতরনের কর্মসূচী অবহিত করবেন বলে জানান ঢাকাস্থ পটুয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ড. এসএমএ জাফর বাদশা।
এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের কাছে ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির কার্য-নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড.এস.এম.এ জাফর বাদশা প্রেসক্লাবে সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন হস্তান্তর করেন। প্রেসক্লাবের নেতৃদ্বয় সমিতির নেতৃবৃন্দকে প্রেসক্লাবের মনোগ্রাম খচিত দেওয়াল ঘড়ি ও কোর্টপিন প্রদান করেন। সমিতির ত্রান টিমে আরও ছিলেন শাহবাজ হোসেন মিল্টন, এসএম আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফরীদ উদ্দিন, মো. মানিক রহমান ও মো. জাকির হোসেন।