মোঃ আরাফাত তালুকদারঃ বরগুনার তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৮৫৭১) এ অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৪ জন যাত্রী নিয়ে তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা নামক স্থানে পৌঁছালে ২০-২৫ জন বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার ঘটনা শুনে আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের খোঁজে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।