মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মোঃ শোয়াইব জোমাদ্দার ওরফে শাহিন(২৭) নামে এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এবং তার সহযোগী মোঃ জাহাঙ্গীর আলম(৫২) নামের অপর এক আসামী পালিয়ে গেছে।
আটক কারবারি মোঃ শোয়াইব জোমাদ্দার ওরফে শাহিন জেলার মহিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমরপুর এলাকার মৃত. আঃ ছত্তার জোমাদ্দারের ছেলে এবং তার সহযোগী পলাতক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম ওই একই এলাকার হাচন চৌকিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ মহিপুর থানাধীন বাজারে অভিযান পরিচালনা করে টিনশেড নাস্তার হোটেল থেকে আসামি মোঃ শোয়াইব জোমাদ্দার ওরফে শাহিনকে ২'শ পিচ ইয়াবাসহ আটক করেন। এসময় মোঃ জাহাঙ্গীর আলম পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, তাদের নামে সংশ্লিষ্ট আইনে মহিপুর থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর। তাই আমাদের এ অভিযান চলমান থাকবে।