সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী সদর উপজেলায় 'ট্রান্সফরমিং লাইভ থ্রু নিউট্রিশন' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি'র সভাপতিত্বে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই) বাাংলাদেশ এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রকল্পের ফিল্ড টিম লিডার সুব্রত পালসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং আইডিই বাংলাদেশের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।
পরে ইউএনও প্রকল্পের সাফল্য কামনা করেন এবং সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন ও প্রকৃত উপকার ভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।