জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহত করার ঘটনার প্রতিবাদে ও বিচার এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও তাওহিদি জনতা পটুয়াখালীর শত শত ওলামায়ে কেরাম মুসুল্লিরা।
২০ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামায শেষে পটুয়াখালী মডেল মসজিদের সামনে জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল হক কাওসারী এর সভাপতিত্বে ও মুফতী আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু সাঈদ, আউলিয়াপুর ময়দান মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবুল কাশেম, হযরত মাওলানা মো. ফজলুল করিম, অধ্যক্ষ শেখ মজিবর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. কামরুল ইসলাম, হযরত মাওলানা আবু তাহের প্রমুখ ওলামা মাশায়েখ।
বক্তারা অবিলম্বে টঙ্গীর ময়দানে হামলা করে ৪ জন মুসুল্লিকে হত্যা ও শতাধিক জনকে আহত করার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি সন্ত্রাসী মুসলিম অনৈক্য সৃষ্টিকারী ইসরাইল ও ভারতের দালাল সাদপন্থীদের নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী করেন। পরে উক্ত দাবীতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন মাওলানা আবু সাঈদ ও মাওলানা আব্দুল হক কাওসারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ওলামা মাশায়েখ দল।