সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: দুর্যোগে এন্টিসিপেটরি একশন হিসাবে সেক্টরাল পরামর্শ বার্তা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের কাছে পৌছানো ও গণসচেতনতা তৈরিতে জিএফও- চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারী পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গাম্ভীরা ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে। এছাড়াও আজ বড়বিঘাই এবং বিকেলে লোহালিয়া ইউনিয়নে এই প্রদর্শনী চলবে। জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশ ও রাইমসের কারিগরি সহায়তায় বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ইটবাড়িয়াসহ প্রকল্প এলাকার বিভিন্ন হাট-বাজার, খেলার মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে চলে এসব প্রদর্শনী।
প্রকল্পের ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তুষখালী ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। এসময় ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান, সদস্য, শিক্ষকবৃন্দ, ভলান্টিয়ার ও দুর্যোগে বিপদাপন্ন এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন এবং এই আয়োজনের খুবই প্রশংসা করেন।
স্থানীয়রা বলেন দুর্যোগে এন্টিসিপেটরি একশন এবং দুর্যোগের বার্তা এই প্রান্তিক মানুষের কাছে পৌছানোর একটি ভালো মাধ্যম বলে মনে করেন। একটু বেশি সময় নিয়ে এ রকমের অনুষ্ঠানের পূনরায় আয়োজনের অনুরোধ করেন তারা।