1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহীদদের স্মরনে পটুয়াখালী প্রশাসনের স্মরনসভা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ২০২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহীদদের স্মরনে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারক হাওলাদারের উপস্থাপনায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহীদদের স্মরনে জেলা প্রশাসন আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মোশাররফ হোসাইন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, শহীদ হৃদয় তরুয়ার পিতা রতন তরুয়া, শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মাতা মাহামুদা বেগম, আহত গোলাম রাব্বী, পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সাগর মিয়া, মো. তোফাজ্জেল হোসেন ও মো. রিফায়েতসহ অন্যান্য আহতবৃন্দ।

এ স্মরন সভায় পটুয়াখালী জেলায় শহীদ ২৪ পরিবারসহ ১০০ জন আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরন সভায় শহীদ পরিবারের সদস্যগনসহ আহতরা সকল হত্যাকান্ড ও আহত ঘটনার বিচার দাবী করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যে প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে নিশ্চয়তা দিয়ে বলেন, জুলাই-আগস্টে প্রতিটি গুলির বিচার হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই-আগস্টে নিহত বীর শহীদদের আমাদের স্মরনে রাখতে হবে। জেলা পর্যায় সকল শহীদদের কবর একই ডিজাইনে কবরস্থান নির্মানে জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিশীঘ্র তা বাস্তবায়ন হবে। শহীদদের স্মরনে রাখতে তাদের বাড়ির নিকটস্থ সড়ক শহীদদের নামে নামকরন করা হবে। আগামী প্রজন্মের জন্য নিহত পরিবারের ও আহতদের বক্তব্য একত্রিত করে বই ছাপানোর ব্যবস্থা করা হবে। জুলাই ফাউন্ডেশনের সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। আজ শনিবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিষিদ্ধ সংগঠনে অপতৎপরতার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক আরেফীন।

অনুষ্ঠানে শহীদদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো জামে মসজিদের ইমাম আলহাজ্ব আশ্রাফ আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট