মোঃ আনোয়ার হোসেন বাদল
দশ দিগন্ত বন্ধ হলে
দেড় হাত মাটির ঘর
তখন কীসে হিসেব রাখি
কীসের আপন পর?
পালক ছেড়া একটি পাখি
থুবরে পড়া মুখ
কারে তবে বলছি সোনাই
কার বুকেতে মুখ?
বৃষ্টি নাকি তোর শহরে
ভিজলো কেন চুল?
রৌদ্র-দুপুর এই শহরে
হরেক রকম ভুল।
ভুলের শালিক হুহু কাঁদে
আমার পাঁজর খায়
বুকের ভেতর একটা পাখি
হঠাৎ মরে যায়।
চোখের আলো নিভলে পরে
জ্বলে মনের আলো
আলোয় কেন পথ দেখিনা
পথ কি এতো কালো?
হারিয়ে যাবো খুব গোপনে
কেউ পাবেনা দেখা
খুঁজবে যারা তাদের লাগি
রইলো পথের রেখা।