জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সৈয়দ মুস্তাফিজুর রহমানের আয়োজনে ৬ শতাধিক দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সৈয়দ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করেছেন, সেনা প্রধান ছিলেন, সফল রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রী ছিলেন, তারেক রহমান ৬ হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সুসংগঠিত করে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে- বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। জিয়া পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের কল্যাণে তারেক রহমানের আহবান ঘরে ঘরে পৌছাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান আলতাফ হোসেন চৌধুরী।