জালাল আহমেদ, পটুয়াখালীঃ ১২ ডিসেম্বর ১ দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা প্রেসব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ এস. এম কবির হাসান এর সভাপতিত্বে প্রেসব্রিফিং সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার, মেডিকেল অফিসার ডাঃ ভূবেন চন্দ্র মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়।
১২ ডিসেম্বর দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে জেলায় ১,৮২৭ টি কেন্দ্রে ৬- ১১ মাস বয়সী ২৫,৩৭৩ ও ১২-৫৯ মাস বয়সী ২,১৬,৭৭৩ জন মোট ২ লক্ষ ৪২ হাজার ১৪৬ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর লক্ষ্য নির্ধারন করা হয়েছে। এ জন্য জেলায় ২২৫ জন সুপারভাইজার, ২৩৮ জন স্বাস্থ্য সহকারীসহ ৫,৬৫৬ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে বলে সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান সাংবাদিকদের জানান। এ ক্যাম্পেইন সফল বাস্তবায়নে উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন সিভিল সার্জনডাঃ এস এম কবির হাসান।