1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনের নির্বাচনী প্রচারণা!

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৩ টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতীক পেয়েই প্রার্থীরা আঁটঘাঁট বেঁধে নেমেছেন নির্বাচনী প্রচারণায়।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রার্থীরা প্রতীক পাওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ জন প্রার্থী তাদের প্রতীক নিয়ে উঠান বৈঠকের পাশাপাশি রাত-দিন ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা (চশমা), বর্তমান চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধা (আনারস) ও মোঃ শফিকুল ইসলাম (ঘোড়া)।

সংরক্ষিত ৩ টি আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- ১ নং সংরক্ষিত আসনে আসমা বেগম (বই) ও ফারজানা (মাইক)। ২ নং সংরক্ষিত আসনে উম্মে হানি (মাইক), খুশি (কলম) ও সাথী (বই)। ৩ নং সংরক্ষিত আসনে পারভীন বেগম (বই), মোসাঃ আফরোজা (কলম) ও সেলি আক্তার (মাইক)।

৯ টি সাধারণ ওয়ার্ডের ২৬ জন প্রার্থী হলেন ১ নং ওয়ার্ডে মোঃ আলী আকবর (মোরগ), মোঃ জাফর শরীফ (টিউবওয়েল), মোঃ নজরুল ইসলাম (তালা) ও মোঃ বশিরুল আলম (ফুটবল)। ২ নং আসনে জাফর (টিউবওয়েল), মো: আঃ মালেক হাওলাদার (ফুটবল), মোঃ জাহাঙ্গীর হোসেন (বৈদ্যুতিক পাখা), মোঃ মোশাররফ (মোরগ) ও সবুজ দাস (তালা)। ৩ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন মোল্লা (ফুটবল) ও মোঃ আশ্রাফ আলী (মোরগ)। ৪ নং ওয়ার্ডে মোঃ বশির আহমেদ (মোরগ) ও মোঃ মনিরুল ইসলাম মানিক (ফুটবল)। ৫ নং ওয়ার্ডে মোঃ বাবুল (ফুটবল) ও মোঃ লিটন মৃধা (মোরগ)। ৬ নং ওয়ার্ডে গৌতম পাল (ফুটবল), জসিম উদ্দিন (মোরগ) ও মোঃ সফিকুল ইসলাম (তালা)। ৭ নং ওয়ার্ডে মনির হোসেন সিকদার (তালা), মোঃ ফারুক মোল্লা (ফুটবল) ও মোঃ সবুজ (মোরগ)। ৮ নং ওয়ার্ডে মোঃ ছোহরাব মোল্লা (তালা) ও মোঃ সুলতান পাঠান (মোরগ) এবং ৯ নং ওয়ার্ডে আঃ রাজ্জাক হাওলাদার (মোরগ), মোঃ কামাল হোসেন (ফুটবল) ও মোঃ মিজানুর রহমান (তালা)।

এ ইউনিয়নে ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কমলাপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৯,৮৪৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট