জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বানভাসি দূর্গতদের সেবায় ও দেশ মাতৃকার মঙ্গল কামনার্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আয়োজিত সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি এ্যাড. কমল দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল বরন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক উৎসব কুমার রায়, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, স্বাগত বক্তব্য রাখেন হিন্দু সমাজ গৃহের সাধারণ সম্পাদক শুভাশিষ মুখার্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, ইস্কনের সাধারণ সম্পাদক শ্রী আহ্লাদ গবিন্দ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব হোসেন, পৌর শাখার সভাপতি মো. কামাল হোসেন।
পরে প্রধান অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ফেস্টুন উড়িয়ে হাতি, ঘোরা ও বাধ্যযন্ত্রসহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। বৃষ্টির মধ্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গনে এসে শোভাযাত্রা শেষ হয়।