জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক গণদাবী’র ৩০ পেরিয়ে ৩১ বছরে পদার্পণ উপলক্ষে ৯ নভেম্বর (শনিবার) সকাল ১০.৩০ ঘটিকায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এছাড়াও উপস্থিত থাকবেন পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন দৈনিক গণদাবী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম কিবরিয়া।