1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব পটুয়াখালীর বদরপুরসহ ২৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত

“চেষ্টা” নারী সংগঠন কর্তৃক পটুয়াখালীর পাঁচ বীরঙ্গণা পেলো গাভী গরু

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে পাঁচজন বীরঙ্গণা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও গাভী গরুসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে মানবতার পক্ষে আমরা “চেষ্টা” নামক নারী সংগঠন । মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২৪ জুন) সকাল ১০ টায় পটুয়াখালী এলজিইডি মিলনায়তনে মানবতার পক্ষ আমরা “চেষ্টা” নারী সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুনের সভাপতিত্বে ও চেষ্টা’র সাধারণ সম্পাদক দিলরুবা বেগমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা খান মো. মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী মাদবর, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, চেটা’র প্রচার সম্পাদক কনক মাহমুদ সুলতানা, সদস্য নিম্মী চৌধুরী, গুলশান নাসরিন চৌধুরী, রিফফাত লুসি, শাহনাজ মান্নান, মাহমুদা সুলতানা, নাসিমা জামান, সাকেরা খান, মনোয়ারা তাহির ও সুমা প্রমুখ।

এ সময় বীরঙ্গনা বীর মুক্তিযোদ্ধা আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগমকে উপহার হিসেবে তাদেরকে শাড়ি ও গাভী গরু প্রদান করা হয়। এসব উপহার পেয়ে খুশি বীরাঙ্গনাগণ। অসহায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান ও গাভীগরু সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাদের পাশে দাড়ানোর চেষ্টা’ র এ কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, প্রায় এক যুগ ধরে মানুষ ও মানবতার পক্ষে কাজ করছে চেষ্টা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী নারী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সংবর্ধনা প্রদান করা সহ তাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, গাভী গরু ও বাড়ি নির্মান করে দেয়া হয় বলে জানান চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন। দেশে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা ও অসহায় মানুষের কল্যানে মানবতার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন। এ সংগঠন অদ্য পর্যন্ত ১৬১ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদানসহ গাভী গরু, সেলাই মেশিন ও বিভিন্নভাবে উপহার সামগ্রী এবং অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট