জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় ‘রিমাল’ এর তান্ডবের কারনে পটুয়াখালীর ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
গত দুদিন ভয়াবহ ঘূর্নিঝড় “রিমাল” এর আঘাতে পটুয়াখালী জেলাসহ উপকূলীয় বিভিন্ন জেলার বিস্তৃর্ন এলাকা লন্ডভন্ড হয়। এ কারনে নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ-২০২৪ এর ৩য় ধারায় ২৯ মে বুধবার অনুষ্ঠেয় পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-পরিচালক মো. আতিয়ার রহমান কর্তৃক প্রদত্ত পত্রসূত্রের বরাত দিয়ে জানিয়েছেন সংশ্লিস্ট রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এ ছাড়াও ঘূর্নিঝড় “রিমাল” এর কারনে দক্ষিন উপকূলীয় ৮ টি জেলার ২৯ মে অনুষ্ঠেয় ১৬ টি উপজেলা পরিষদের নির্বাচন-২০২৪ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন স্থগিত উপজেলাসমূহ হচ্ছে- বাগেরহাট জেলার শরনখোলা, মোড়লগঞ্জ ও মোংলা উপজেলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝড়া, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া, বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদ।