বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব পুনর্গঠনের আহবায়ক কমিটির প্রথম সভা এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম জহির, সদস্য মো. আসাদুজ্জামান রিপন, সঞ্চয় কুমার পাল, আমিনা আকতার সোমা, মো. বদরুজ্জামান খান সবুজ, কাজী আল আমিন, মনীষ চন্দ্র বিশ্বাস, এসএম জুলফিকার, বিএম বেলাল, এম আলম, আমিন মোল্লা, হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, জামিল মাহামুদ, এসএম মিজান, শামীম মীর, মু. শাহীন, লিটন খান, ফারহান হোসেন নান্নু, রাজীব ইসলাম তারিম, মহসিন খান ও মো. নাসির উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফকির আব্দুর রাযযাক, সুশীল জয়ধর ও নুর আলম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।