বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বৃহস্পতিবার (২ মে) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, চেয়ারম্যান হিসেবে চারজন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোঃ হারিছুর রহমান, সৈয়দা মনিরুন নাহার মেরী ও মোঃ মনির হোসেন মিয়া ও মোঃ হাবিবুর রহমান।
অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জামাল হোসেন গোমস্তা ও কাজী মোস্তাফিজুর রহমান রনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে- অ্যাডভোকেট সাহিদা আক্তার, শ্রিপ্রা রানী ও আইরিন আক্তার শিল্পী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি আরও জানান, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”