বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হাজিপাড়া গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বিগত দিনে অত্র এলাকায় মাদকের ব্যবসা এবং মাদক গ্রহণের অনেকেই আসক্ত ছিলেন, বর্তমানেও অব্যাহত আছে। তবে আজ থেকে অত্র এলাকায় যেন আর কেহ মাদকের ব্যবসা এবং মাদক গ্রহন করতে না পারে সে ব্যাপারে সকলের সহায়তা কামনা করেন।
সভায় সভাপতিত্ত্ব করেন সাবেক মেম্বর ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ শামসুল হক খলিফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইউনুস মিয়া। আরও উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব বাদশা হাওলাদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক মৃধা, কালাচাদ রায়, আল-মামুন হাওলাদার ও লোকমান হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সরকারি গৌরনদী কলেজের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহাদী হাসান রাকিব।