বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন একটি বৈশ্বিক বার্নিং ইস্যু। উন্নত দেশে শিল্পায়নের পর থেকে অধিক হারে কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর তাপমাত্রা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিক অবস্থানজনিত কারণে বাংলাদেশ পূর্বে থেকেই প্রাকৃতিক আপদ ও ঝুকি এখন প্রতিবছর ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্নিঝড়, টর্নেডো, খরা, নদীভাঙ্গন, ভ’মিকম্প, শৈতপ্রবাহ, আর্সেনিক দূষনের মত প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ধরন, মাত্রা ও প্রকোপ বেড়ে যাচ্ছে। ফলে ব্যাপক প্রাণহানিসহ, পানিসম্পদ, ফসল, ঘরবাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও বন উজাড়, নদী ভরাট, যানবাহনের কালো ধোয়া, কৃষি জমিতে ক্যেমিক্যাল ও পেষ্টিসাইডের ব্যবহারে কার্বনডাই অক্সাইড, মিথেন, সি এফ সি গ্যাস বাড়ায় পরিবেশ দূষনের ফলে গ্রীন হাউজে ইফেক্ট পড়ছে। প্রতিনিয়ত এসব কারনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাক্সিক্ষত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। অনেক ক্ষেত্রে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মানুষের প্রয়োজনীয় জ্ঞান ও সুযোগ সীমিত থাকায় বিপদাপন্নতা ও ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। ফোরাম ও সাধারণ জনগণের মধ্যে কার্বন নির্গমন, সবুজ সমাজ, বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ে প্রচার প্রচারনামূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হয় যাতে জনসাধারনের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে তা কমিয়ে আনতে টেকসই উন্নয়ন পরিকল্পনা ও অংশগ্রহণের মাধ্যমে ফোরাম পর্যায়ে সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অধিকতর অবদান, সহযোগিতা দিতে পারে তার জন্য প্রচার প্রচারনার আয়োজন করা হয়েছে।
কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামুলক প্রচারণায় র্যালী ও আলোচনা অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো: বশীর আহমেদ। র্যালী ও আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি, স্কুল ছাত্রীবৃন্দ ও সিসিডিবির সহযোগীতায় পরিচালিত ফোরাম এর নেটওয়ার্ক সদস্যবৃন্দ ও সিসিডিবির পক্ষে উপস্থিত ছিলেন সমাজ সংগঠক মিল্টন বাড়ৈ, আশিষ বিশ্বাস, সুপ্রভা অধিকারী, জয়ন্ত মন্ডল এবং সমুয়েল অধিকারী-প্রমূখ।