বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদীতে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন, ফলাহার, সাহিত্যানুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে কবি মোঃ জিয়াউল হক নামক স্মারক গ্রন্থ এবং কবি সিকদার রেজাউল করিমের সময়ের কবিতামালা নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে জননেত্রী শেখ হাসিনা নামক নিবন্ধ গ্রন্থের ওপর আলোচনা সভায় বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি মনিষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও কবি শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. চিন্ময় হাওলাদার, কবি মহাদেব বসু, দুলাল সরকার, অধ্যাপক আব্দুল হাকিম, ঔপন্যাশিক প্রফুল্ল গাইন, প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর সহ অন্যান্যরা।