বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আয়োজনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান’র মটর সাইকেল মার্কা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুন্সির সমর্থনে মটর সাইকেল মার্কার সমর্থনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো.আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান। উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুন্সি, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাড.সাহিদা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহামন শামীম, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, সাবেক কাউন্সিলর রেজাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, কাউন্সিলর মিলন খলিফা, সাখাওয়াত হোসেন সুজন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রেনাল্ড, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়া-প্রমূখ।