বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরের (টিএন্ডটি অফিস সংলগ্ন) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি-২০২৪, ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাত ৯টায় সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন জাকিরকে সভাপতি ও আলহাজ্ব মোঃ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ দুলাল হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদী (জুন ২০২৪-জুন ২০২৭) সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুহিত শরীফ, মোঃ রুহুল আমিন সরদার, মোঃ মোশারেফ সরদার, মোঃ মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ উত্তম দাস, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ শফিক সরদার শহিদুল, দপ্তর সম্পাদক মোঃ নয়ন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, সমাজ সেবা সম্প্দাক মোঃ শহিদুল ইসলাম সেরনিয়াবাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী রুস্তম আলী, ক্রীড়া সম্পাদক মোঃ সবুজ সরদার, সাংস্কৃ’তিক সম্পাদক মোঃ আব্দুল কাদের সরদার। এ ছাড়া আরো ১৮ জনকে সমিতির কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য করা হয়েছে। একই সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া ও গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়াকে সমিতির উপদেষ্ঠা হিসেবে মনোনীত করা হয়।