বি এম বেলাল, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী নিবাসী মরহুম মো. আর্শেদ হাওলাদারের ছেলে (আংশিক বুদ্ধি প্রতিবন্ধী) মো. আনোয়ার হোসেন ১ রমজান থেকে প্রায় দের মাস যাবৎ নিখোঁজ রয়েছে।
গৌরনদীর হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর ও নিখোঁজ আনোয়ারের চাচাতো ভাই মো. জুয়েল হাওলাদার জানান, গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের নিজ বাড়ি থেকে ১ রমজান গৌরনদী বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আজও তিনি ঘরে ফিরেননি। সারা দিনে বাড়ি না পৌছায় পারিবারিকভাবে সকল আত্নীয়-স্বজনের বাড়ি খোঁজাখুজি করেও আনোয়ারকে পাওয়া যায়নি। তার আরেক চাচাতো ভাই মো. শাহাদাৎ হোসেন জানান, আংশিক বুদ্ধি প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন এর আগেও বেশ কয়েকবার বাড়ি থেকে বের হলেও ৭ থেকে ১০দিন পরে আবার বাড়ি ফিরে আসেন। কিন্ত এবার হারানোর পর থেকে প্রায় দের মাস হয়ে গেলেও আজও আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আনোয়ার তার নিজের নাম, বাবার নাম, গ্রাম ও ঠিকানা বলতে পারে। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি আংশিক বুদ্ধি প্রতিবন্ধী মো.আনোয়ার হোসেন এর সন্ধান পেয়ে থাকেন তবে গৌরনদীর ক্যাথলিক মিশন (সাক্রাকর কমপ্লেক্সে) হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর মো. জুয়েল হাওলাদার’র ফোনে ০১৭১৪-৯০০-০১৭ অথবা নিখোঁজ আনোয়ারের ভাই মো. আবদুর রহমান (গৌরনদী বাসস্ট্যান্ড শ্যামলী কাউন্টার) ফোন নং ০১৩১৫-০৩১-৩৫০ এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।