বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ডিফেন্স এক্স-সোলজার্স ওয়েল ফেয়ার সোসাইটি (ডেসওয়াস) অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের আয়োজনে বরিশালের গৌরনদীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
গৌরনদী উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশাল সমাবেশ, র্যালী ও সার্জেন্ট আবদুল হালিম এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব:) আবদুল ওহাব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) হাজী মো. বক্তিয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল মান্নান হাওলাদার।
ল্যান্স কর্পোরাল মো. সামসুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন, সার্জেন্ট আবদুল মালেক সিকদার, ল্যান্স কর্পোরাল হাবুল গাজী, মো. মাসুম, মো. শাহাদাত হোসেন কাজী প্রমূখ।