বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ফিলিস্তিনে শিশু ও গণহত্যা ও ভারতের ণাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গৌরনদী উপজেলা ইমাম সমিতি ও তাওহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদীতে উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতী মো. আবদুল হালিম এর সভাপতিত্বে শুক্রবার বাদজুমা অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুচ মিয়া, পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হাকিম, খেলাফত মজলিসের আমীর মো. ফকরুল ইসলাম-সহ উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলামপন্থী তাওহিদী জনতাসহ সহশ্রাধিক মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
সভায় ফিলিস্তিনে নির্বিচারে শিশু ও গণহত্যা এবং ভারতের ণাগরপুরে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি জানান বক্তারা।