মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়। তারা’ই ধারাবাহিকতায় পটুয়াখালীর গালাচিপায় ১’লা মার্চ শুক্রবার সকাল ১০ টার দিকে জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল-হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষেদর চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসিম রেজা, সহকারী কমিশনার ( ভূমি), উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহ আলম, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: মোঃ আল- আমিন। আরো উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুদা মিয়া, গলাচিপা থানা প্রতিনিধি এস আই উজ্জ্বল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, গলাচিপা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, মোঃ মাসুদুর রহমান, গলাচিপা প্রেসক্লাব এর সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম চয়ন, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর এ জি এম (ইনচার্জ) মোঃ মিজানুর রহমান প্রমুখ। পরে পপুলার লাইফ ইনস্যুরেন্স এর পক্ষ থেকে ৩ জন গ্রাহকের মাঝে বোনাস চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন এর কর্মকর্তা আহসান হাবিব শিবলী