জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
আজ ৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় সার্কিট হাউজ সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্বর হতে জেলা ছাত্রদলের উদ্যোগে, গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। বক্তারা গাজায় ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যা ও আগ্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে গণহত্যাকান্ড বন্ধ করার আহবান জানিয়ে ইসরাইলি পণ্য বয়কট করারও আহবান জানান ছাত্রদল নেতৃদ্বয়।