মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ সমুদ্র উপকূলীয় পটুয়াখালী জেলার পায়রা সমুদ্র সংলগ্ন গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সিপিপি সদস্য, এনজিও সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় দূর্গম চরাঞ্চলসহ বিভিন্ন জনগোষ্ঠী ও প্রাণী সম্পদ রাক্ষার্থে নিরাপদ স্থান আশ্রয়ন কেন্দ্রে আনা এবং আগাম সতর্ক বার্তা প্রচারসহ শুকনো খাবার, মেডিকেল টিম প্রস্তুত, কন্ট্রোল রুম, রাস্তাঘাটে নিরাপদ ব্যবস্থাসহ রেসকিউ টিম, ইঞ্জিন চালিত নৌকা, বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা এবং স্লুইসগেটগুলোতে পানি নিষ্কাশন চালু রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, ওসি মোঃ আশাদুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃ ছাত্তার হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, পি.আই. ও. খোকন চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন ও গলাচিপা ইউনিয়নের সিপিপি টিম লিডার মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।