1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত

গলাচিপায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

ইশরাত লিটন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় মোসা. রুবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পৌরসভার মুজিবনগর এলাকায় স্বামীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রুবিনা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অটো বোরাক চালক শাহিন ফকিরের (২২) স্ত্রী ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক গাজীর মেয়ে। পুলিশ জানায়, গত তিন মাস আগে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের রিকশা চালক বেল্লাল ফকিরের ছেলে শাহিন ফকিরের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি গ্রামের রেইন্ট্রিতলা এলাকার রফিক গাজীর মেয়ে রুবিনার বিয়ে হয়। জানা গেছে, নিহত রুবিনার স্বামী শাহিন ফকির ও শ্বশুর বেল্লাল ফকির গলাচিপা পৌরসভার মুজিব নগর এলাকার ভজ হাওলাদার বাড়ি সংলগ্ন মো. বশির উদ্দিনের ভাড়াটিয়া ঘরে একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে ভিকটিমের স্বামী শাহিন অটো বোরাক এবং শ্বশুর বেল্লাল রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সকালে ভিকটিমের শাশুড়ি তার ছোট ছেলেকে (ভিকটিমের ছোট দেবর) নিয়ে স্কুলে যান। বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিমের শ্বশুর বেল্লাল রিকশা নিয়ে বাড়ি ফিরে এসে খালি ঘরে সামনের খোলা দরজা দিয়ে প্রবেশ করে দেখেন রুবিনা গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলে আছে। বেল্লালের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘরের ভেতরে এসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানতে পারেনি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট