ষ্টাফ রিপোর্টারঃ কিশোর গ্যাং একটি সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। গত ৮ মার্চ ২০২৪ তারিখে গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়নে একদল কিশোর গ্রুপের আক্রমণের শিকার হয় জিসান (১৮) নামের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পরবর্তীতে চিকিসাধীন অবস্থায় গত ১৯ মার্চ ২০২৪ তারিখে জিসানের মৃত্যু ঘটে। বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাব মহাপরিচালক এ বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপের নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের নির্দেশনায়, অধিনায়ক র্যাব-৮ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ২ এপ্রিল ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আনুমানিক রাত ২ টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে গলাচিপা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় কিশোর গ্যাং এর ৪ নং অভিযুক্ত মোঃ বেল্লাল (১৯), পিতা-আবুল হাওলাদার, সাং-চর বিশ্বাস, থানা-গলাচিপা, জেলা-গলাচিপা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, এই চাঞ্চল্যকর মামলার প্রধান দুইজন (১ নং এবং ২ নং এজাহার নামীয়) আসামিকে ইতোমধ্যে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।