মো. মাজহারুল ইসলাম মলি, গলাচিপা, পটুয়াখালীঃ মঙ্গলবার (১০ ডিসেম্বর) গলাচিপায় মাছ ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার (৩৫) এর এক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উলানিয়ার সুতাবাড়িয়া নদীর কেরিং বোট হতে। মৃত মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামের জাকির হোসেনের পুত্র। মো: মিরাজ হাং এর ‘মুনা’ নামের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মো. মিরাজ হাওলাদার সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে বিক্রি করতো। আজ মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়া সুতাবাড়িয়া নদীতে বোটের ইঞ্জিন চালু করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, মিরাজের গলায় মাফলার ছিলো। ইঞ্জিন চালু করার সময় হঠাৎ মাফলার পেচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) তা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। দুর্ঘটনা ঘটার পর নদীর দুপারে উৎসুক লোকের সমাগম ও শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “ধারনা করছি এটা দূর্ঘটনা। লাশ উদ্ধার করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”