মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঝুঁকিপূর্ণ ৫০ শয্যা সরকারি হাসপাতালটি ৭'ফেব্রুয়ারি বেলা দুই টার দিকে পরিদর্শন করেন।
এসময়ে পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল-হেলাল, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও ইউ এস পি ও ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন ও মেডিকেল অফিসার (কনসালটেন্ট) মোঃ আল-আমিন।
এসময়ে তারা হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরে মহিলা ওয়ার্ড টি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে-বিভিন্ন ডাক্তার ও নার্সদের পরামর্শ দেন।
পরিদর্শনের বিষয়ে সিভিল সার্জন গণমাধ্যমকে জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় গলাচিপা ৫০ শয্যা হাসপাতালটি অধিকাংশ'ই ঝুঁকিপূর্ণ হওয়াতে স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যে'ই শিশু ও মহিলা ওয়ার্ডটি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের মান-উন্নয়নে সরকারের নির্দেশনায় ধারাবাহিক উন্নয়ন চলমান রয়েছে, আশা করছি, গলাচিপা উপজেলার ৫০ শয্যা হাসপাতালটিতেও মান-সম্মত ভবন ও পরিবেশ তৈরী হবে।