জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ “নদী আমাদের প্রাণ নদী আমাদের জীবন ” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা নদী বেষ্টনী এলাকার হতদরিদ্র জেলেরা চাঁদা দিয়ে অবৈধ বেহুন্দী জাল না পাতার সিদ্ধান্তে প্রায় অর্ধ শত নারী পুরুষ বৃদ্ধা ও কোমলমতী শিশু সহ, জেলেরা ৩ ফেব্রুয়ারী শনিবার বেলা দুই টার দিকে চরবাংলা নদীর পারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এসময়ে তারা বলেন, আমরা অভাব আর দারিদ্র্যতার কারনে অবৈধ ( নিষিদ্ধ) বেহুন্তী ( বাধাঁ) জাল নদীতে পেতে বিভিন্ন প্রাজাতির মাছ শিকার করে জীবন জিবিকা পরিচালনা করে আসলেও অভাব যেন পিছু ছাড়ছেনা। নদীতে বেহুন্তী বা বাধাঁ জাল পাতা হলে প্রতিমাসে গলাচিপা, রাঙ্গাবালী মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোষ্ট গার্ড দের জাল প্রতি ২ হাজার করে স্থানীয় মাছ ব্যাবসায়ী আলমগীর মৃধার কাছে প্রতি মাসিক চাদাঁ দিতে হয়। স্থানীয় জেলে মোঃ রিয়াজ সিককদার, মাসুম মাতবর, আঃ রাজ্জাক, হাফেজ হাওলাদার, জহিরুল খান, রিয়াজ সিককদার, আকবর হাওলাদার, সোহাগ হাওলাদার, হাসান সিককদার সহ প্রায় অর্ধশত চরবাংলা এলাকার জেলেরা। তারা বলেন, স্থানীয় মাছ ব্যাবসায়ী আলমগির মৃধা, নৌ পুলিশ, কোষ্ঠ গার্ড, রাঙ্গাবালী ও গলাচিপ উপজেলার মৎস্য অফিসের কথা বলে প্রতিমাসে দুই হাজার করে টাকা আদায় করে। অনেক সময়ে টাকা দিতে দেরী হলে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। তাই আমরা আর অবৈধ বা সরকার নিষিদ্ধ জাল নদীতে পাতবোনা, আর কাউকে নদীতে পাত্তে’ও দিবোনা বলেই এই আমাদের মানববন্ধন। আমাদের সকল অবৈধ জাল আমরা মৎস্য অফিসে জমা দিয়ে দিবো। আমরা প্রশাসনের সার্বিক সহযোগীতা চাই।
চাঁদা দিয়ে অবৈধ বেহুন্দী জাল না পাতা সিদ্ধান্ত,জেলেদের মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ শাহাবুউদ্দিন তালুকদার।
এবিষয়ে গলাচিপা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী এর নাম্বারে একাধিক কল করেও তার কোন সারা মেলেনি।
দেশের রুপালী সম্পাদ মাছ ও নদীর জীববৈচিত্র রক্ষায় উর্ধতন কর্তৃপক্ষ জোরালো ভূমিকা রাখবেন এমনটাই জনসাধারণের প্রত্যাশা।