মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ মঙ্গলবার উপজেলার পৌর সভার ৫ নং ওয়ার্ডে এসআই (নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযানে সাগরদী এলাকা থেকে ৩'শ ২০ পিচ ইয়াবা সহ ধীরেন চন্দ্র দেবনাথ এর ছেলে লক্ষন দেবনাথ (৫৫) কে আটক করে গলাচিপা থানা পুলিশ।
এ বিষয়ে ওসি মোঃ ফেরদৌস আলম খান জানান, "মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।"