ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টায় পটুয়াখালী গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের পূর্ব চর আগস্তি সেলিম সরদারের বাড়ির দক্ষিন পাশে মাঠের ভিতরে দুটো হরিণ দেখতে পেয়ে স্থানীয় জনগণ চর আগস্তি ফরেস্ট ক্যাম্পে জানালে ক্যাম্পের বীট অফিসার কাজী নজরুল ইসলাম ও কায়সার আলী স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণ দুইটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন আল হেলাল এবং গলাচিপা রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশক্রমে,ডা. মো. ফেরদৌস প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট এবং বন বিভাগের বিএম নাঈম হোসেন খান ও শাহ জামাল দ্রুত ঘটনাস্থলে যান এবং হরিণ দুটিকে সুরক্ষিত স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। হরিণ দুইটির ভিতর ১ টি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে হরিণ দুটির অবস্থা উন্নতির দিকে। হরিণ দুইটি পুরোপুরি সুস্থ হলে অভয়ারণ্যে অভমুক্ত করা হবে বলে জানা গেছে।