মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: বার বার গরু দিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগ তুলে পটুয়াখালীর দুমকীতে রেহেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরগরবদী এলাকার জলিল মুন্সি (৪৩) গংয়ের বিরুদ্ধে। গুরুতর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার চরগরবদী এলাকার মোস্তফা হাওলাদারের বাড়ির পাশে রবি শস্যের ক্ষেত রয়েছে জলিল মুন্সি'র। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে জলিল মুন্সি'র ছেলে নাজমুল মুন্সি ওই মুগডাল ক্ষেতে ঔষধ দিতে যায়। ক্ষেত নষ্ট দেখে ভুক্তভোগী রেহেনা বেগমের গরু দিয়ে বার বার কেন ক্ষেত নষ্ট করে তা জিজ্ঞেস করতে যায় নাজমুল। এতে তাদের মধ্যে বাকবিতন্ডতা হয়ে। পরে জলিল মুন্সি, আবুল মুন্সি, নাজমুল মুন্সি ও জলিল মুন্সি'র স্ত্রী নাজমা বেগম সংঘবদ্ধ হয়ে মোস্তফা হাওলাদারের বসত বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে রেহেনা বেগম, তার মেয়ে রিয়া মণি ও ছুরাইয়া আক্তার আহত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর মেয়ে সাবিনা বেগম।
সাবিনা আরও বলেন, মূলত আমাদের ঘর থেকে মরিচ ক্ষেতে বিদ্যুৎ লাইন নিয়ে পানি দিতে চেয়েছিলো। কিন্তু আমার মা ওই লাইন দেয়নি বিধায় গরুতে ডাল খেয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে হামলা করেছে।
অভিযুক্ত জলিল মুন্সি বলেন, আমার ছেলে (নাজমুল) ও স্ত্রীকে মারধর করেছে তাই আমি রেহেনাকে দুইটা পিটান দিয়েছি। এ বিষয়ে দুমকী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার সাউথ বিডি নিউজ২৪-কে বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি জানি না।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, এ সম্পর্কে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।