মোঃ রিয়াজুর রহমান, পটুয়াখালীঃ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি’র কলাপাড়া উপজেলার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উপজেলা নেতা কর্মীরা এক শুভেচ্ছা বার্তায় ধুলাসার ইউনিয়নের গরীব-দুঃখী, মেহনতী মানুষের পরম বন্ধু হয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সাথে নিয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, “আজ একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য লড়াইকারী কিছু সাহসী মানুষ। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে হাজারো মানুষের ঢল। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।”
পরিশেষে সকল ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।