সুনীল সরকার, পটুয়াখালীঃ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর অধীন ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় ও সুলতান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ অলিউল্লাহ, সফল কৃষক মোঃ মালেক গাজী ও সফল উদ্ভাবক মোঃ জাকির গাজী।
এছাড়াও বক্তব্য রাখেন চাষী শহিদুল ইসলাম হাওলাদার, মোঃ সোহেল হাওলাদার ও নারী কৃষক ফরিদা কালাম। এ সময় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক কৃষাণী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।