জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্রায় ৪০ কিঃ মিঃ কাঁচা-পাঁকা সড়কের পাশে তাল বীজ বপন কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে পটুয়াখালী জেলার সদর উপজেলার ৫ নং ইউনিয়নের আমরা কমলাপুরের সন্তান নামক স্বেচ্ছাসেবী সংগঠনের একদল যুবক।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদের সামনে তাল বীজ বপন করে ২০ হাজার তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা।
এর আগে তাল বীজ বপন কর্মসূচী উপলক্ষে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কমলাপুরের সন্তান (আকস) এর সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল ওয়াহাব খানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. ফারুক হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীন ব্যক্তিত্ব মো. নওয়াব খান, আঃ খালেক মাস্টার, আকস সংগঠনের উপদেষ্টা ডাঃ জিয়াউর রহমান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস.এম মোখলেসুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. নান্নু মিয়া, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
বক্তারা তাল গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে প্রকৃতির জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাল বীজ বপন ও সংরক্ষনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন আকস সংগঠনের অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়র সাইফুজ্জামান চুন্নু। অনলাইনে যুক্ত ছিলেন আকস’র প্রধান উপদেষ্টা ড. বশির আহম্মেদ, উপদেষ্টা ড. মহিবুল আহসান ও আকস এর সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মান্নান।