সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী সদর উপজেলাধীন কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে জুমানা স্পোর্টিং একাডেমি।
শনিবার (২৭ জুলাই) বিকেলে সদর উপজেলার মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত খেলায় জৈনকাঠী স্পোর্টিং ক্লাবকে তিন গোলে হারিয়ে জুমানা স্পোর্টিং একাডেমি জয় লাভ করে। এর আগে বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা একে ইয়াকুব আলী ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মুসুল্লি।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মুজিবুর রহমান, টুর্নামেন্টের আহবায়ক আঃ জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়াসহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা বলেন, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ কমলাপুরসহ আশপাশের তিনচারটি ইউনিয়নের মানুষের মিলন মেলা হয়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। তাই সমাজকে অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় যুব সমাজকে নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রাখবে। যুব সমাজকে অসামাজিক ও অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে খেলার মাঠে টেনে আনতে হবে।