জালাল আহমেদ, পটুয়াখালীঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস করেছে।
পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর (২০২৪) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২২৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে সবাই উত্তীর্ন হয়েছে। এ বিদ্যালয়ে প্রকাশিত ফলাফলে উক্ত সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। এর মধ্যে বিজ্ঞানে ১০২ জন এবং মানবিকে ৫ জন জিপিএ- ৫ পেয়েছে। এছাড়া জিপিএ- ৪ পেয়েছে ৮২ জন, জিপিএ- ৩.৫ পেয়েছে ৩২, জিপিএ- ৩ পেয়েছে ৬ জন, জিপিএ- ২ পয়েন্টে উত্তীর্ন হয়েছে ২ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়টি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার ফলাফলে গতবছরও শতভাগ উত্তীর্ন হয়েছিলো। বরিশাল বোর্ডে সেরা ১০ এর মধ্যে থাকার গৌরব অর্জন করে আসছে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়। আগামীতেও এ অর্জন ধরে রাখার জন্য আমাদের শিক্ষকগন সচেষ্ট রয়েছে। এ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।