জালাল আহমেদ, পটুয়াখালীঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। পাসের হার শতকরা ৯৯.৫৭ ভাগ।
পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর (২০২৪) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৩৪ উত্তীর্ন হয়েছে। এ বিদ্যালয়ে প্রকাশিত ফলাফলে উক্ত সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে জিপি-৫ পেয়েছে ১১৬ জন। এর মধ্যে বিজ্ঞানে ৯৫ জন এবং মানবিকে ২০ জন এবং বানিজ্যে ১ জন জিপিএ- ৫ পেয়েছে। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৮৪ জন, বাকি ৩৪ জন ছাত্রী জিপিএ- ৩.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল জানান, একজন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে সব বিষয়ে পরীক্ষা না দেয়ার কারনে ফলাফলে একজন অকৃতকার্য হয়েছে। তা নাহলে আমাদের বিদ্যালয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন হতো। বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়টি প্রতিবছরই এসএসসি পরীক্ষার ফলাফলে সুনাম অর্জন করে আসছে। আগামীতেও এ অর্জন ধরে রাখার জন্য আমাদের শিক্ষকগন সচেষ্ট রয়েছে। এ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল।